টাঙ্গাইল, ৭ আগস্ট, ২০২৪ (বাসস) : জেলার ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন।
আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ধনবাড়ী উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং চর এলাকার মোহাম্মদ জিন্নাত আলী ছেলে আল আমিন (৩০), চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নুর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল (৩২)।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহীদুল্লাহ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লার বটতলা এলাকায় পৌঁছালে জামালপুরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও মোটরসাইকেল চালক, মোটরসাইকেলের এক আরোহী নিহত হন।
গুরুতর আহত মোটরসাইকেলের আরেক আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।