লক্ষ্মীপুরে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন, অগ্নিদগ্ধ ৬ জেলে

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৩:৫৬
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর,৭ আগষ্ট, ২০২৫ (বাসস) : জেলার রামগতির মৎস্য অবতরন কেন্দ্রের পাশে জেলেদের নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ৬ জেলে অগ্নিদগ্ধ হয়েছে। 

আজ বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী ও ঢাকা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

এদের মধ্যে আমজাদ হোসেন ও ফারুক হোসেনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন, রামগতি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কমনাশীষ। তিনি জানান, হাসপাতালে চারজনকে আনা হয়। এদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। পরে অবস্থার অবনতি দেখে তাদের ঢাকায় প্রেরণ করা হয়। 

পুলিশ ও জেলেরা জানায়,আজ সকালে রামগতির মৎস্য অবতরন কেন্দ্রের পাশে নদীতে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়। এতে নৌকায় থাকায় ৬ জেলে অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী ও ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। 

এদের মধ্যে রায়পুর উপজেলার চরবানছি এলাকার সৈয়দ আহমদের ছেলে আমজাদ হোসেন(৩৫),শরিয়তপুরের বাদশা হাওলাদারের ছেলে ফারুক হোসেনসহ দুইজনের অবস্থায় আশংকাজনক।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৬জন অগ্নিদগ্ধ হয়। তবে গ্যাস সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ বা নিম্মমানের হওয়ার কারনে এই দুর্ঘটনার কিনা  সেটা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
অক্টোবর মাসে ডিএমপির সেরা হলেন যারা
বাংলাদেশে প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ 
১০