সুনামগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৪:১০ আপডেট: : ০৭ আগস্ট ২০২৫, ১৪:১৬
বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : 'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ উপলক্ষে জেলায় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সিলেট রেঞ্চ বনবিভাগের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার  সকালে জেলা শিল্পকলা একাডেমি  মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  সমর কুমার পাল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির, অতিরিক্ত পুুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,  জেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।  এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষার্থী   উম্মে মহুয়া, তাসনিম সরকার ইমামিন। 

অনুষ্ঠান পরিচালনা করেন বনবিভাগের রেঞ্চ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন ও মো. সাদ উদ্দিন। আলোচনা সভা শেষে  একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। 

পরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষ মেলা উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
নীলফামারীতে সিঁদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে জার্মান দল থেকে বাদ পড়লেন ফুয়েলক্রুগ
পিরোজপুরে বিভিন্ন মণ্ডপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহার প্রদান
পীরগাছা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন গ্রেপ্তার
ব্রাজিল দলে ফিরলেন ভিনিসিয়াস, রডরিগো
গাজাগামী ত্রাণবাহী জাহাজের নিরাপত্তা বিধানের আহ্বান জামায়াতের
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারছেন না থুরাম
১০