কুয়াকাটা সৈকতে ভেসে এলো জেলের লাশ

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৪:২৬
প্রতীকী ছবি

পটুয়াখালী, ৭ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ ধরার সময় ডুবে যাওয়া একটি ট্রলারসহ এক জেলের লাশ। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে লাশ ভেসে থাকতে দেখা যায়।

ভেসে আসা জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেছেন তার জামাতা সাগর ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার প্রায় ৭৫ কিলোমিটার গভীরে মাছ ধরতে গিয়ে এফবি সাগরকন্যা নামে একটি ট্রলার ডুবে যায়। এতে ১৫ জন জেলে ছিল। ট্রলার ডুবির ৪ দিন পর সমুদ্রে ভেসে থাকা অবস্থায় ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

এরপর গত ১ আগস্ট নজরুল ইসলাম নামের এক জেলের লাশ কুয়াকাটা সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন জেলে।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, “ট্রলারসহ লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
১০