লক্ষ্মীপুরে ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৪:৪৮
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ে আজ আজ সকালে লাইব্রেরি কর্নার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। 

আজ ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ে ১০৪টি করে শিশুতোষ বই প্রদান করা হয় বলে জানান, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। তিনি বলেন, শিশুদের মোবাইল আসক্তি কমাতে ও বই পড়ার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে এই লাইব্রেরি কর্মসূচি গ্রহণ করা হয়।

লক্ষ্মীপুর জেলায় ৭৩২টি স্কুলে পর্যায়ক্রমে বই কর্নার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুরাইয়া আক্তার লাকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ। 

সভা পরিচালনা করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরব ও আত্মত্যাগে ৪৭ বছরে বিএনপি 
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
১০