লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে প্রশাসনের অনুদান প্রদান

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৫:৫৬
মাইক্রোবাস দুর্ঘটনায় ওমান প্রবাসী বাহার উদ্দিনের পরিবারের ৭ জন নিহতের ঘটনায় পরিবারের সদস্যদের খোঁজ খবর করতে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের বাড়িতে যান । ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : মাইক্রোবাস দুর্ঘটনায় ওমান প্রবাসী বাহার উদ্দিনের পরিবারের ৭ জনের নিহতের প্রায় ২৪ ঘন্টা পার হলেও অভিযুক্ত চালক রাসেল হোসেনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

অভিযুক্ত চালক রাসেল গ্রেফতার না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন, বাহার উদ্দিনসহ এলাকাবাসী। তারা দ্রুত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

হাইওয়ের চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মো. মোবারক হোসেন বলেন, অভিযুক্ত মাইক্রোবাস চালক রাসেল হোসেনকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এখনো ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মামলার প্রস্তুতিও চলছে। 

এদিকে বৃহস্পতিবার দুপুরে নিহতদের বাড়িতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানাসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে নিহতদের পরিবারের খোঁজ খবর নেন। 

এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১লাখ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নির্দেশে নিহতের বাড়িতে আসেন। এই পরিবারের পাশে জেলা ও উপজেলা প্রশাসন রয়েছে। 

উল্লেখ্য, ঢাকার বিমানবন্দর থেকে আসার সময় বুধবার সকালে নোয়াখালীর  বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের যাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে যায়। এতে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী এলাকার একই পরিবারের তিন মেয়ে শিশুসহ সাতজন নিহত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০