নবগঙ্গা নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ বর্ণতুল খাল থেকে উদ্ধার

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৬:০৪
প্রতীকী ছবি

মাগুরা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলা শহরের নবগঙ্গা নদীতে ডুবে যাওয়া ছয় বছরের শিশু তানভীরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বরুনাতৈল গ্রামের খালে ইউসুফ মোল্লার ঘাটে তার মরদেহটি ভেসে ওঠে।

তানভীর মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালীর ব্যাপারীপাড়া নিবাসী আরজুর পুত্র। গতকাল বুধবার সকাল ১১টায় শহরের ঢাকা রোডের নবগঙ্গা নদীর তীরে রেলিঙের উপর দিয়ে হাঁটার সময় পিছলে পানিতে পড়ে যায়। নদীর স্রোতে মুহূর্তেই সে দৃষ্টির বাইরে চলে যায়।

দুর্ঘটনার পরপরই ফরিদপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও তারা শিশুটিকে উদ্ধার করতে পারেনি।

আজ সকাল আনুমানিক ছয়টার দিকে ইঞ্জাল নামের এক ব্যক্তি তার ডোঙ্গার সাথে আটকে থাকা একটি অচেনা বস্তু ভেসে থাকতে দেখে সন্দেহ করেন। পাশে মাছ ধরতে থাকা শামীম মোল্লাকে ডেকে আনলে তিনি সেটি উদ্ধার করেন এবং পরে এটি নিখোঁজ শিশু তানভীরের মরদেহ বলে নিশ্চিত হন। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয় পুলিশ বিভাগও অত্যন্ত শোকাহত। তিনি জানান, নদীতে পড়ে যাওয়ার পরপরই স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করা হয়। পরদিন সকালে মরদেহ উদ্ধার হওয়ার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ঘটনাটি শহরের নদীতীরবর্তী এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও শিশুদের নিরাপদ চলাচলের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
১০