চট্টগ্রামে হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৬:২৪

চট্টগ্রাম, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারা থানার মানিক হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (৭ আগস্ট) র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানিয়েছেন, বুধবার বিকাল সাড়ে ৩টায় বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচড়া কুলাগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল রাসেল উপজেলার পূর্ব কন্যারা এলাকার মৃত আবু নাছের কন্ট্রাক্টরের ছেলে।
র‌্যাব জানায়, পাওনা টাকা নিয়ে মানিকের সঙ্গে রাসেল ও সেলিম নামে দুজনের বিরোধ চলে আসছিল। গত ১৭ মার্চ রাসেল মানিককে টাকা দেয়ার কথা বলে পরৈকড়া এলাকায় নিয়ে যায়। পরে সেখানে রাসেল ও তার অন্যান্য সহযোগীদের সঙ্গে পাওনা টাকা পরিশোধ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। 

একপর্যায়ে রাসেল ও তার অন্যান্য সহযোগীরা মানিককে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ বাবু প্রকাশ বাবুল বাদী হয়ে ২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনাম ২/৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
নীলফামারীতে সিঁদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে জার্মান দল থেকে বাদ পড়লেন ফুয়েলক্রুগ
পিরোজপুরে বিভিন্ন মণ্ডপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহার প্রদান
পীরগাছা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন গ্রেপ্তার
ব্রাজিল দলে ফিরলেন ভিনিসিয়াস, রডরিগো
গাজাগামী ত্রাণবাহী জাহাজের নিরাপত্তা বিধানের আহ্বান জামায়াতের
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারছেন না থুরাম
১০