
বাগেরহাট, ১ নভেম্বর, ২০২৫( বাসস) : জেলার চিতলমারী উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষে উন্নত জাতের গাভি পালনের জন্য নারী উদ্যোক্তাদের চেক প্রদান করা হয়েছে। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন দুইজন নারী উদ্যোক্তাকে এ চেক প্রদান করেন।
জাতীয় সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে নানা রঙের প্ল্যাকার্ড ও ফেস্টুনে সজ্জিত হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। দুপুর ১২ টায় শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন। উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সিফাত আল মারুফ, একতা মহিলা সমবায় সমিতির সদস্য শোভা রানি শাপলা, নারী উন্নয়ন সমবায় সমিতির সদস্য শিপ্রা মজুমদার, হিমেল, বহুমুখী সমবায় সমিতির সদস্য যোগেন্দ্রনাথ মন্ডল প্রমুখ। স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতির সভাপতি সুধাংশু শেখর রায় অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আলোচনা শেষে উন্নত জাতের গাভি পালনের জন্য নারী উদ্যোক্তা ছন্দা মন্ডল ও কৃষ্ণা মন্ডলকে দুই লাখ টাকার চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন তাদের হাতে চেক তুলে দেন।