সার্বিয়ায় ট্রেন স্টেশন ধসের প্রথম বার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৪:৪০

ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদে শনিবার ১০ হাজারেরও বেশি মানুষ এক বছর আগে একটি রেলওয়ে স্টেশন ধসের দুর্ঘটনার নিহতদের স্মরণ করতে জমায়েত হওয়ার আশা করা হচ্ছে। ট্রেন স্টেশন ধসের ওই ঘটনা তখন ব্যাপক বিক্ষোভের সূত্রপাত করেছিল ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০২৪ সালের ১ নভেম্বর, সার্বিয়ায় নভি সাদে নতুন করে সংস্কার করা রেলওয়ে স্টেশনের ছাদ ধসে পড়ায় ১৬ জন নিহত হয়।

এই দুর্ঘটনার পর থেকে বলকান দেশটিতে নিয়মিত ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ চলে এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠে।

বিক্ষোভকারীরা প্রথমে স্বচ্ছ তদন্তের দাবি জানায়। তবে শিগগিরই তাদের দাবি দ্রুত নির্বাচনের দাবিতে পরিণত হয়।

শিক্ষার্থীরা, যারা শনিবার ‘সবচেয়ে বড় স্মরণীয় সমাবেশে’র আহ্বান জানিয়েছে। অনেক মানুষ গাড়ি, সাইকেল বা পায়ে হেঁটে শুক্রবার থেকে নভি সাদে আসছেন।

হাজার হাজার মানুষ বেলগ্রেড থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) অথবা নভিপাজার থেকে, যা রাজধানী থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দক্ষিণে, পদযাত্রা করেছে। তাদের এই পদযাত্রা শেষ করতে ১৬ দিন লেগেছে।

নভি সাদের বাসিন্দারা মিছিলকারীদের স্বাগত জানাতে রাস্তায় নেমে আসেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০