
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতের নাম রাকিব (২৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাকিব নির্মাণস্থল থেকে আবর্জনা নামানোর সময় ১০ তলা ভবনের আটতলা থেকে নিচে পড়ে যান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সাভারের ইসলামিয়া মেডিকেলে নিয়ে যান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান বলেন, ‘এই মর্মান্তিক ঘটনার সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, ক্যাম্পাসের সব নির্মাণকাজ স্থগিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটি ঘটনাটি বিস্তারিতভাবে খতিয়ে দেখবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে, সংশ্লিষ্ট নির্মাণস্থল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’