ঢাবিতে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত দুই শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৬:৫৫
ছবি : বাসস

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত দুই বিভাগের দু’জন শিক্ষার্থীকে এককালীন ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

‘মো. মুনিরুল ইসলাম-শামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ থেকে তাদের এই বৃত্তি প্রদান করা হয়। 

আজ বৃহস্পতিবার ঢাবি’র উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন লোক প্রশাসন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো. সুবহান আলী হৃদয় এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো. সিহাব প্রধান।

ঢাবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, দাতা পরিবারের সদস্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নায়িম সুলতানা এবং ট্রাস্ট ফান্ডের দাতা উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পিতা-মাতার স্মৃতি রক্ষার্থে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা ১০লাখ টাকা অনুদান দিয়ে ২০২৪ সালে মো. মুনিরুল ইসলাম-শামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ গঠন করেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ১ম বর্ষ ২য় সেমিস্টারে অধ্যয়নরত দু’জন এতিম ও অসচ্ছল শিক্ষার্থীকে এককালীন ২৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
নীলফামারীতে সিঁদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে জার্মান দল থেকে বাদ পড়লেন ফুয়েলক্রুগ
পিরোজপুরে বিভিন্ন মণ্ডপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহার প্রদান
পীরগাছা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন গ্রেপ্তার
ব্রাজিল দলে ফিরলেন ভিনিসিয়াস, রডরিগো
গাজাগামী ত্রাণবাহী জাহাজের নিরাপত্তা বিধানের আহ্বান জামায়াতের
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারছেন না থুরাম
১০