সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৮:২৬
ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ঔষধ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা, ঝাউডাঙ্গা, চান্দুড়িয়া,  কাকাডাঙ্গা, কালিয়ানী ও হিজলদি বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এ সব চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল বলদঘাটা, তেতুলবাড়ি ও ফকিরপাড়া নামক স্থান থেকে এ সব ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাঁদপুর থেকে ২৫ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী ও ভাদিয়ালী থেকে ভারতীয় শাড়ি ও ঔষধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী থেকে ও  হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল হিজলদী বড়ালী থেকে ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত চোরাচালানী পণ্যের বাজার মূল্য ৫ লাখ ৪১ হাজার টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে এ সব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। 

জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা রাখা হয়েছে। 

তিনি আরও জানান, এছাড়া মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করার জন্য ষ্টোরে জমা রাখা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০