সিভাসু’তে নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৯:২৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনে আজ বৃহস্পতিবার উদযাপন করা হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ‘বিশ্ববিদ্যালয় দিবস’।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটেন উপাচার্য।

সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘শিক্ষাবর্ষ সমারম্ভ’ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা অনেক স্বাধীনতা ভোগ করবে। কিন্তু দায়িত্বশীলতার সঙ্গে সেই স্বাধীনতা ভোগ করতে হবে। পিতা-মাতারা অনেক কষ্ট করে তোমাদের লালন করেছেন। তারা তোমাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসছেন। দেশের একটা উন্নত বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করার সুযোগ পেয়েছো। তাই আমি মনে করি পিতা-মাতার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে তোমরা যথাযথভাবে চেষ্টা করবে। পড়াশোনা করবে। নিজেদের বিবেক দ্বারা পরিচালিত হবে।’ 

সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, সমারম্ভ বক্তার বক্তব্য রাখেন প্রফেসর ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ। 

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। 

একই ভেন্যুতে বিকাল ৪টায় সিভাসু’র উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. শফিক হায়দার চৌধুরী প্রমুখ। 

বিশ্ববিদ্যালয় দিবস এবং শিক্ষাবর্ষ সমারম্ভ উপলক্ষ্যে দিনব্যাপী আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিলো- বৃক্ষরোপণ, ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি ফিশ কন্সালটেশন ক্যাম্প, হেলদি লাইফ ক্যাম্প, ওয়ান হেলথ ইয়ং ভয়েস এবং আইভিএসএ-এর কার্যক্রম, এভারকেয়ার হসপিটাল কর্তৃক স্বাস্থ্য বিষয়ক ফ্রি ক্যাম্প, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে তৎকালীন সরকার চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে। এর আগে ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষ থেকে কলেজের কার্যক্রম শুরু হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় অভিভাবকহীন দুই নবজাতক পেয়েছে নাম ও নতুন পরিবার 
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
কাজী রকিবউদ্দীনসহ সাবেক ১২ নির্বাচন কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বগুড়াসহ তিন ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখবেন  তারেক রহমান  
পতাকা বৈঠক : ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফ’র
যৌথ বাহিনীর এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ১৩১
টাঙ্গাইলে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু 
১০