নাটোরে জুলাই শহীদদের স্মরণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৯:৪০
আজ নাটোরে জুলাই শহীদদের স্মরণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি : বাসস

নাটোর, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে জেলায় শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস্ নাটোর ও জেলা রোভার নাটোরের উদ্যোগে আজ নাটোরের সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, চিত্রাঙ্কন, রচনা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

জেলা স্কাউটস্ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা স্কাউটসের কমিশনার জান্নাতআরা ফেরদৌস। প্রতিযোগিতা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল মেধার আন্দোলন। দেশপ্রেমের আন্দোলন। এই আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন সিনিয়র রোভার মেট শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ আরো চারজন রোভার। শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় জাতি শহীদ মুগ্ধসহ সকল শহীদকে আজীবন স্মরণ করবে। আমাদের উচিত তাদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা রোভারের কমিশনার ড. আল আমিন ইসলাম, জেলা স্কাউটস্ সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন, বাংলাদেশ স্কাউটসের রাজশাহী অঞ্চলের উপ কমিশনার মো. কাহারুল ইসলাম জয় এবং জেলা রোভারের সম্পাদক মো. জিকরুল ইসলাম প্রমুখ।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কলম্বিয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মুনির হোসেন
শ্রীপুরের প্রহলাদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার অভিযান
পিরোজপুরে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান
কুয়াকাটায় মতবিনিময় সভা করলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান
বাগেরহাটে দেবী দুর্গার বিদায়ে ভক্তদের চোখে জল
নিম্নচাপে বিপর্যস্ত কুয়াকাটা, পর্যটকরা হোটেলবন্দী
তরুণ প্রজন্মই বিএনপির আগামীর প্রধান শক্তি : ব্যারিস্টার রুহুল কুদ্দুস 
রূপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
১০