মুন্সীগঞ্জ, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, যতই ষড়যন্ত্র করুক না কেন ফ্যাসিবাদ আর রাষ্ট্রক্ষমতায় ফিরে আসতে পারবে না। এখনও ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্রকারীরা চাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে।
তিনি আজ জেলার শ্রীনগরে ছনবাড়ী এলাকায় জুলাই ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, জুলাই-আগস্টে শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। শহীদদের হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিচার হবেই।
তিনি বলেন, ১৬ বছর বিএনপি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলবন্দি করে রাখা হয়েছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে কারাদণ্ড প্রদান করা হয়েছিল।
তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা বসে নেই, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। অনেক বাধা বিপত্তি মধ্যেও সরকার প্রধান নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নির্বাচন নিয়ে এখন আর কোনো ধোঁয়াশা নেই।
শ্রীনগর ডিগ্রি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন শহীদ সমুদ্রের পিতা মনিরুজ্জামান, শহীদ আল আমিনের পিতা আইয়ুব খলিফা ও শহীদ সাইদুর ইসলাম শোভনের পিতা নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদ কবির ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জল।