সিরাজগঞ্জে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:০৫
জুলাই শহীদদের স্মরণে সিরাজগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচি। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ৭ আগষ্ট ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে ফুলকোচা কলেজের এডহক কমিটির পরিচিতি সভা ও জুলাই শহীদদের স্মরণে আজ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ফুলকোচা কলেজের অধ্যক্ষ মো. মাসুদ রেজা।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন চৌধুরী, শ্রী অমর কৃষ্ণ দাস। স্বাগত বক্তব্য দেন, এডহক কমিটির সভাপতি, সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. আবু হাসিম তালুকদার। 

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহদফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের ইংরেজি প্রভাষক শেখ আতিকুর রহমান।

শেষে শহীদ রঞ্জু,শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন,শহীদ আব্দুর রশিদ ও শহীদ আব্দুল আলিমের নামে বৃক্ষ রোপণ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কলম্বিয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মুনির হোসেন
শ্রীপুরের প্রহলাদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার অভিযান
পিরোজপুরে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান
কুয়াকাটায় মতবিনিময় সভা করলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান
বাগেরহাটে দেবী দুর্গার বিদায়ে ভক্তদের চোখে জল
নিম্নচাপে বিপর্যস্ত কুয়াকাটা, পর্যটকরা হোটেলবন্দী
তরুণ প্রজন্মই বিএনপির আগামীর প্রধান শক্তি : ব্যারিস্টার রুহুল কুদ্দুস 
রূপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
১০