সিরাজগঞ্জে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:০৫
জুলাই শহীদদের স্মরণে সিরাজগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচি। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ৭ আগষ্ট ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে ফুলকোচা কলেজের এডহক কমিটির পরিচিতি সভা ও জুলাই শহীদদের স্মরণে আজ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ফুলকোচা কলেজের অধ্যক্ষ মো. মাসুদ রেজা।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন চৌধুরী, শ্রী অমর কৃষ্ণ দাস। স্বাগত বক্তব্য দেন, এডহক কমিটির সভাপতি, সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. আবু হাসিম তালুকদার। 

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহদফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের ইংরেজি প্রভাষক শেখ আতিকুর রহমান।

শেষে শহীদ রঞ্জু,শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন,শহীদ আব্দুর রশিদ ও শহীদ আব্দুল আলিমের নামে বৃক্ষ রোপণ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
গাজা যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসছে ইসরাইল
খুলনায় অভিভাবকহীন দুই নবজাতক পেয়েছে নাম ও নতুন পরিবার 
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
কাজী রকিবউদ্দীনসহ সাবেক ১২ নির্বাচন কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বগুড়াসহ তিন ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখবেন  তারেক রহমান  
পতাকা বৈঠক : ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফ’র
১০