টাঙ্গাইলে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:৪০

টাঙ্গাইল,৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলার ভূঞাপুরে পুকুরের পানিতে ডুবে ফজল হক তালুকদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছাব্বিশা কবরস্থান সংলগ্ন পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। নিহত ফজলুল হক তালুকদার ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের মৃত ময়েজ তালুকদারের পুত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে ফজল তালুকদার গরুর জন্য ঘাস কাটতে বের হন। ঘাস কাটার এক পর্যায়ে পুকুরপাড়ে একটি মৃত মাছ দেখতে পান। তিনি মাছ ধরতে গেলে পুকুরে পড়ে যান। 

দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় খবর দেওয়া হয় ভূঞাপুর ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান চালায় এবং বিকেল ৫ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. স্বপন আলী জানান, বেলা ৪টার দিকে আমাদের খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তিনি জানান, স্থানীয় পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। 


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কলম্বিয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মুনির হোসেন
শ্রীপুরের প্রহলাদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার অভিযান
পিরোজপুরে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান
কুয়াকাটায় মতবিনিময় সভা করলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান
বাগেরহাটে দেবী দুর্গার বিদায়ে ভক্তদের চোখে জল
নিম্নচাপে বিপর্যস্ত কুয়াকাটা, পর্যটকরা হোটেলবন্দী
তরুণ প্রজন্মই বিএনপির আগামীর প্রধান শক্তি : ব্যারিস্টার রুহুল কুদ্দুস 
রূপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
১০