টাঙ্গাইলে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:৪০

টাঙ্গাইল,৭ আগস্ট ২০২৫ (বাসস): জেলার ভূঞাপুরে পুকুরের পানিতে ডুবে ফজল হক তালুকদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছাব্বিশা কবরস্থান সংলগ্ন পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। নিহত ফজলুল হক তালুকদার ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের মৃত ময়েজ তালুকদারের পুত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে ফজল তালুকদার গরুর জন্য ঘাস কাটতে বের হন। ঘাস কাটার এক পর্যায়ে পুকুরপাড়ে একটি মৃত মাছ দেখতে পান। তিনি মাছ ধরতে গেলে পুকুরে পড়ে যান। 

দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় খবর দেওয়া হয় ভূঞাপুর ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান চালায় এবং বিকেল ৫ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. স্বপন আলী জানান, বেলা ৪টার দিকে আমাদের খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তিনি জানান, স্থানীয় পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। 


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরের প্রতিভাবান ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান 
চাঁদপুরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হাজার ৬২২
অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ
বারি উদ্ভাবিত নতুন জাতে ২৫% পতিত জমি চাষে সহায়ক হবে : বলছেন বিশেষজ্ঞরা
অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিতর্কিত কীটনাশক বিল নিয়ে রায়ের অপেক্ষায় ফ্রান্স
‘রুশ বিরোধী প্রচারণার’ অভিযোগে ইতালীয় কূটনীতিককে তলব
এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে: ইসি
নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ৩ জন আটক
১০