পতাকা বৈঠক : ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফ’র

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২১:০০

সাতক্ষীরা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও পুরুষসহ ১৬ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

গতকাল বুধবার সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ বৈঠকের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বিজিবি সূত্রে জানা যায়, হস্তান্তরকৃতদের মধ্যে ৭ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছেন। তারা সবাই খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানায় দায়ের করা সাধারণ ডায়েরী অনুযায়ী, গত ৫ আগস্ট তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ তাদের আটক করে।

পরদিন ৬ আগস্ট সন্ধ্যায় বিএসএফ-এর আমুদিয়া কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তের জিরো পয়েন্টে তাদের হস্তান্তর করা হয়।

পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ওই রাতেই বিজিবি সদস্যরা সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন এবং আটকদের পুলিশের কাছে সোপর্দ করেন।

বাংলাদেশি নাগরিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে গৃহকর্ম, কৃষিকাজ ও শ্রমিক হিসেবে কাজ করতেন। পাসপোর্ট ছাড়া ফেরার পথে তারা বিএসএফ-এর হাতে আটক হন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিজিবিকর্তৃক হস্তান্তর করা ১৬ জনের মধ্যে বৃহস্পতিবার সকালে দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
অক্টোবর মাসে ডিএমপির সেরা হলেন যারা
বাংলাদেশে প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ 
১০