পতাকা বৈঠক : ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফ’র

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২১:০০

সাতক্ষীরা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও পুরুষসহ ১৬ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

গতকাল বুধবার সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ বৈঠকের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বিজিবি সূত্রে জানা যায়, হস্তান্তরকৃতদের মধ্যে ৭ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছেন। তারা সবাই খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানায় দায়ের করা সাধারণ ডায়েরী অনুযায়ী, গত ৫ আগস্ট তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ তাদের আটক করে।

পরদিন ৬ আগস্ট সন্ধ্যায় বিএসএফ-এর আমুদিয়া কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তের জিরো পয়েন্টে তাদের হস্তান্তর করা হয়।

পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ওই রাতেই বিজিবি সদস্যরা সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন এবং আটকদের পুলিশের কাছে সোপর্দ করেন।

বাংলাদেশি নাগরিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে গৃহকর্ম, কৃষিকাজ ও শ্রমিক হিসেবে কাজ করতেন। পাসপোর্ট ছাড়া ফেরার পথে তারা বিএসএফ-এর হাতে আটক হন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিজিবিকর্তৃক হস্তান্তর করা ১৬ জনের মধ্যে বৃহস্পতিবার সকালে দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরের প্রতিভাবান ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান 
চাঁদপুরে পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হাজার ৬২২
অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ
বারি উদ্ভাবিত নতুন জাতে ২৫% পতিত জমি চাষে সহায়ক হবে : বলছেন বিশেষজ্ঞরা
অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিতর্কিত কীটনাশক বিল নিয়ে রায়ের অপেক্ষায় ফ্রান্স
‘রুশ বিরোধী প্রচারণার’ অভিযোগে ইতালীয় কূটনীতিককে তলব
এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে: ইসি
নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ৩ জন আটক
১০