নাটোরে জেলা রোভারের অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১২:৩২
ছবি : বাসস

নাটোর, ৮ আগস্ট ২০২৫ (বাসস): ‘সেবার পথে নির্ভীক পদচারণা, স্কাউটিং আমাদের জীবনের অনুপ্রেরণা’ স্লোগানে নাটোরে চতুর্থ অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু হয়েছে।

বাংলাদেশ স্কাউটস, নাটোর জেলা রোভারের আয়োজনে আজ শুক্রবার সকাল আটটায় পতিসর রবীন্দ্র কাছারি বাড়ির উদ্দেশ্যে হালতি বিলে নৌকাযোগে এ যাত্রা শুরু হয়।

নাটোরের মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলে চারদিনের অ্যাডভেঞ্চার ক্যাম্পে নয়টি জেলার ৬০ জন রোভার অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার বিকেলে অংশগ্রহণকারীবৃন্দ জেলা স্কাউটস ভবনে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন।

রাতে জেলা স্কাউটস ভবনে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা রোভারের কমিশনার ড. মো. আল আমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা রোভারের সহকারী কমিশনার ফারাজী আহম্মদ রফিক বাবন, সম্পাদক মো. জাকিরুল ইসলাম, ডিআরএসএস মো. আব্দুল মোতালেব,  জেলা স্কাউটস্রে সম্পাদক এস এম গোলাম মহি উদ্দিন ও ট্রেজারার আব্দুল হাকিম। 

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপকমিশনার মো. কাহারুল ইসলাম জয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে রোভারবৃন্দ স্কাউটস্ আইন মেনে নিজেদের মানসিক দক্ষতা প্রমাণের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তারা প্রতিকূল পরিবেশে বসবাস, ঝুঁকি ব্যবস্থাপনা, সামাজিক কার্যক্রম এবং প্রকৃতি পর্যবেক্ষণের সঙ্গে জড়িত থাকবে। 

অনুষ্ঠান শেষে ক্যাম্পে অংশগ্রহণকারী রোভাররা নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অগ্নি নির্বাপণ মহড়া প্রত্যক্ষ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কলম্বিয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মুনির হোসেন
শ্রীপুরের প্রহলাদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনীর উদ্ধার অভিযান
পিরোজপুরে জেলা প্রশাসকের মণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান
কুয়াকাটায় মতবিনিময় সভা করলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান
বাগেরহাটে দেবী দুর্গার বিদায়ে ভক্তদের চোখে জল
নিম্নচাপে বিপর্যস্ত কুয়াকাটা, পর্যটকরা হোটেলবন্দী
তরুণ প্রজন্মই বিএনপির আগামীর প্রধান শক্তি : ব্যারিস্টার রুহুল কুদ্দুস 
রূপগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
১০