দিনাজপুরে গুদাম থেকে সরকারি চাল উদ্ধার

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১২:৩৫

দিনাজপুর, ৮ আগস্ট ২০২৫ (বাসস): দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে বীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোছা. খালেদা বানু তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সরকারি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তায় উপজেলার গোলাপগঞ্জ বাজারে মোমো ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩৩ বস্তা চাল প্যাকেটিং করা হচ্ছে। এরপর তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি জানান, টাঙ্গাইল জেলা আনসার বাহিনীর নামে ডিও কাটা এসব চাল সরকারিভাবে বরাদ্দ করা হয়েছিল। টাঙ্গাইলের নিলয় ট্রেডার্স থেকে এসব চাল মোমো ট্রেডার্সের

মালিক জামিনুর রহমান অবৈধভাবে ক্রয় করে তার গুদামে রাখেন। সরকারি ভাবে ওএমএস কার্যক্রমে ব্যবহারের কথা থাকলেও চালগুলো অবৈধভাবে মজুত করা হয়েছে। চালগুলো সরকারি বস্তা পরিবর্তন করে বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মালিক মো. জামিনুর রহমানের দাবি, তিনি রসিদমূলে ওই চাল ক্রয় করে নিয়ে এসেছেন। তবে ডিও গ্রহীতা নিয়মনীতি না মেনে চাল বিক্রি করেছেন। 

জব্দ করা চালের গুদামে তালা দেওয়া হয়েছে বলে জানান বীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা মো. মাহামুদুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
খাগড়াছড়িতে পানিবন্দীদের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ 
রাজবাড়ীতে পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচলে বাধা
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে সাভার ও মুন্সিগঞ্জে অভিযান
ট্রাম্পের মধ্যস্থতায় হোয়াইট হাউসে হচ্ছে আর্মেনিয়া-আজারবাইজান ঐতিহাসিক শান্তি চুক্তি
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আজীবন মনে রাখতে হবে: উপদেষ্টা আদিলুর
খাগড়াছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ
ট্রাম্প শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন 
বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদের চীনের কুনমিং হাসপাতাল পরিদর্শন
১০