খাগড়াছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১২:৫৪
ছবি: বাসস

খাগড়াছড়ি, ৮ আগস্ট ২০২৫ (বাসস): খাগড়াছড়ির রামগড় উপজেলায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির রামগড় জোন আজ শুক্রবার সীমান্তবর্তী দুর্গম অন্তু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৬৮ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মধ্যে এসব উপকরণ বিতরণ করে। 
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভতিষ্যতেও বিজিবির এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। স্থানীয়রা বলেন, বিজিবির এমন মানবিক উদ্যোগ দুর্গম এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে।

এ সময় রামগড় জোন উপঅধিনায়ক মেজর নুর আহমদসহ বিজিবি কর্মকর্তা, স্থানীয় কারবারি মেলাপ্রু, সাবেক ইউপি সদস্য মংলাইগ্য মগ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের একটা বড় সুযোগ তৈরি হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ
মাদারীপুরে বিনা মূল্যে ক্লিনিক চালু 
বাসযোগ্য নগর গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি : ডিএনসিসি প্রশাসক
মেঘ রোদ্দুর খেলায় নাটোরে চলছে পাট কাটার উৎসব
সেন্ট মার্টিন দ্বীপের জন্য মহাপরিকল্পনা চূড়ান্তের পথে
নভেম্বরে ‘বে অব বেঙ্গল’ সম্মেলন হবে ঢাকায়
ভেনেজুয়েলায় কারাকাসে বোমা হামলার হুমকি প্রতিহত করল পুলিশ
বিটকয়েনের দিকে ঝুঁকছে কোম্পানিগুলো 
গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনা বন্ধ করতে ইসরাইলের প্রতি জাতিসংঘের আহ্বান
ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ বাগেরহাটের জেলেরা
১০