খাগড়াছড়ি, ৮ আগস্ট ২০২৫ (বাসস) : খাগড়াছড়িতে পানিবন্দী অর্ধশাতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শুক্রবার সকালে মহালছড়ির চিটাগাংপাড়া ও সিলেটিপাড়ায় পানিবন্দী পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
মহালছড়ি জোনের উদ্যোগে ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী ও খাবার স্যালাইন দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ, মেজর মোস্তাফিজ উপস্থিত ছিলেন।
জানা গেছে, খাগড়াছড়িতে বৃষ্টিপাত না থাকলেও কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় মহালছড়ির চেঙ্গী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুটি ইউনিয়নের ২০০টির বেশী পরিবার পানিবন্দী রয়েছে। পানিবন্দী গ্রামগুলোর মধ্যে রয়েছে, সিলেটি পাড়া, চিটাংগাপাড়া, ব্রিজ পাড়া ও কাপ্তাই পাড়া।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানান, উপজেলার চার গ্রামের কয়েকটি স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে ঐসব এলাকার বহু পরিবার এখন পানিবন্দী।