চবিতে শিক্ষক নিয়োগে দুই প্রার্থীর ডোপ টেস্ট পজিটিভ

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৫:০০
ফাইল ছবি

চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগে চূড়ান্ত পর্যায়ে থাকা দুই প্রার্থীর ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া গেছে।

ডোপ টেস্টে পজিটিভ আসা প্রার্থীরা হলেন গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ।

বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগস্ট তাদের ডোপ টেস্ট করানো হয় এবং উভয়ের ফল পজিটিভ আসে। 

পরীক্ষায় গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি শনাক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই চবির নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগের জন্য লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করার পর চূড়ান্ত ধাপে ওই দুই প্রার্থীর ডোপ টেস্ট করা হয়। এতে তারা উত্তীর্ণ হতে ব্যর্থ হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বাসস’কে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কিংবা কর্মচারী সবার নিয়োগ প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক। ডোপ টেস্টে কেউ পজিটিভ হলে, তাকে কোনোভাবেই নিয়োগ দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে আরো জানা যায়, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও মান বজায় রাখতেই এ ধরনের কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবলু গ্রেফতার
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ২০ থানায় নতুন আহ্বায়ক কমিটি 
যেখানে যত বেশি নিয়ন্ত্রণ, সেখানে তত বেশি দুর্নীতি : আমির খসরু 
নরসিংদীতে কারাগার থেকে পলাতক আসামী গ্রেফতার
বদলে গেল এশিয়া কাপের ম্যাচের সময়
দেশের চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি : পরিকল্পনা উপদেষ্টা
সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব : পরিবেশ উপদেষ্টা
রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হবে : সালাহউদ্দিন আহমেদের আশাবাদ
ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলা নিষ্পত্তির প্রত্যাশা চিফ প্রসিকিউটরের
১০