চাঁদপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই ছাত্র নিহত

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৫:০২

চাঁদপুর, ৮ আগস্ট ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে অমি ঢালী (১৯) ও কিশোর চন্দ্র দাস (১৭) নামের দুই ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তার উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অমি পাশবর্তী বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে। কিশোর চন্দ্র একই এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের ছেলে। 

অমি শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। কিশোর চন্দ্র দাস চলতি বছর উপজেলার বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে ওই দুজন চৌরাস্তা হয়ে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা হাইমচরগামী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায ওই দুজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক আনিছুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, দুর্ঘটনা কবলিত জায়গাটিতে বাঁক থাকায় এটি খুবই ঝুঁকিপূর্ণ স্থান। প্রায়ই এই স্থানে বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হয়।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, নিহত দুই শিক্ষার্থীর সুরতহাল করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০