কুমিল্লায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের সুফল সম্পর্কে সেমিনার

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৭:১৪
ছবি : বাসস

কুমিল্লা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষনের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণাবিষয়ক সেমিনার জেলায়  অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় শহরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম।

এ সময় তিনি বলেন ,বাংলাদেশে শিক্ষার হার বৃদ্ধি পেলেও অনেকটাই সমতালে বেকারত্বের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বেকারত্বের হার কমানোর জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। কেননা কারিগরি শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের সকলকে স্থির হতে হবে, যে আগামীর বিশ্ব হচ্ছে কারিগরি ও প্রযুক্তির।

এতে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো.নজরুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মো.আমিরুল কায়ছার,কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মিকাইল,কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক কাজী ফারুক আহমদ,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো.আনোয়ারুল কবির,কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী।

সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো.রুহুল আমিন।এসময় উপস্থিত ছিলেন কারিগরি অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বৃহত্তর কুমিল্লার জেলা ও উপজেলা কর্মকর্তা এবং  শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,ইমাম ও সাংবাদিকরা।

সেমিনারে উদ্বোধনী বক্তব্যের পরে কারিগরি শিক্ষায় করনীয় ও সফলতা নিয়ে ভিডিও প্রদর্শনী করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রশ্নত্তোর পর্ব এবং পরে আগত অতিথিরা বক্তব্য রাখেন।কুমিল্লায় কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা এবং প্রশিক্ষনের সুফল সম্পর্কে  সেমিনার 

কুমিল্লা, ৮ আগস্ট, ২০২৫(বাসস) : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা এবং প্রশিক্ষনের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারনা বিষয়ক সেমিনার জেলায়  অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় শহরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম।
 
এসময় তিনি বলেন ,বাংলাদেশে শিক্ষার হার বৃদ্ধি পেলেও অনেকটাই সমতালে বেকারত্বের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বেকারত্বের হার কমানোর জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। কেননা কারিগরি শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের সকলকে স্থির হতে হবে, যে আগামীর বিশ্ব হচ্ছে কারিগরি ও প্রযুক্তির।

এতে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো.নজরুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মো.আমিরুল কায়ছার,কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মিকাইল,কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক কাজী ফারুক আহমদ,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো.আনোয়ারুল কবির,কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী।

সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো.রুহুল আমিন।এসময় উপস্থিত ছিলেন কারিগরি অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বৃহত্তর কুমিল্লার জেলা ও উপজেলা কর্মকর্তা এবং  শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,ইমাম ও সাংবাদিকরা।

সেমিনারে উদ্বোধনী বক্তব্যের পরে কারিগরি শিক্ষায় করনীয় ও সফলতা নিয়ে ভিডিও প্রদর্শনী করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রশ্নত্তোর পর্ব এবং পরে আগত অতিথিরা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০