চট্টগ্রাম নগরীর ২৫ পয়েন্টে রোববার শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি 

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৭:৩৪
ছবি : বাসস

চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : তিন মাস পর আগামী রোববার (১০ আগস্ট) থেকে চট্টগ্রাম নগরীতে টিসিবির ট্রাকসেলে (সবার জন্য উন্মুক্ত) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এবার নগরীর ২৫ টি পয়েন্টে প্রতিদিন ট্রাকে উন্মুক্ত পদ্ধতিতে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করা হবে বলে জানায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়।

শুক্রবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চট্টগ্রাম অফিস প্রধান শফিকুল ইসলাম জানান, এবার টিসিবির ট্রাকসেলে তেল-চিনি ও ডালের দাম বাড়ানো হয়েছে। তবে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পণ্যে দাম বাড়বে না।

টিসিবি চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, গত মে মাস থেকে ট্রাকসেল বন্ধ রয়েছে। এতোদিন নগরীর ২০টি পয়েন্টে ২০টি ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যের পণ্য বিক্রি (ট্রাকসেল) করা হতো। আগামী রোববার থেকে নগরীর ২৫টি পয়েন্টে প্রতিদিন ট্রাকসেলে সর্ব সাধারণের জন্য টিসিবির পণ্য বিক্রি করা হবে।

টিসিবি চট্টগ্রাম অফিস প্রধান শফিকুল ইসলাম বলেন, ট্রাকসেলে সয়াবিন তেল প্রতি লিটারে ১৫ টাকা বেড়েছে। চিনি প্রতি কেজিতে ১০ টাকা বেড়েছে এবং মসুর ডাল প্রতি কেজিতে ১০ টাকা করে বেড়েছে। একজন ক্রেতা প্রতি কেজি ৭০ টাকা দামে ২ কেজি মসুর ডাল, প্রতি লিটার ১১৫ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল এবং ৮০ টাকা দামে ১ কেজি চিনি ক্রয় করতে পারবেন। 

তবে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রির অর্ডার এখনো আসেনি। কার্ডধারীদের অর্ডার আসতে আরও দু’একদিন লাগবে। 

তিনি বলেন, নগরীতে এখনো পর্যন্ত টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছেন মাত্র ৪১ হাজার পরিবার। চট্টগ্রাম মহানগরীর জন্য টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩টি। চট্টগ্রামের ১৫ উপজেলার জন্য বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৫ হাজার। কার্ড প্রার্থীদের তালিকা দিতে দেরি হওয়ার কারণে ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ তৈরিতে দেরি হচ্ছে বলে জানান তিনি।

আগে চট্টগ্রাম মহানগরী ও উপজেলায় মিলে চট্টগ্রামে মোট ৫ লাখ ৩৫ হাজার ৫০ জন টিসিবির কার্ডধারী পরিবার প্রতিমাসে পণ্য পেতেন। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, যারা ইতোমধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছেন শুধুমাত্র তারাই ন্যায্যমূল্যের পণ্য পাবেন। একজন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ডিলারের কাছ থেকে কার্ড প্রদর্শন করে প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৭০ টাকা দামে ১ কেজি চিনি নিতে পারবেন। এই চারটি প্যাকেজের মূল্য ৫৪০ টাকা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি
কাঁধের ইনজুরিতে ছিটকে গেলেন ফোর্ড
ঢাকায় আন্তর্জাতিক যুব দিবস দৌড় ২০২৫ অনুষ্ঠিত
নওগাঁয় বিএনপি’র কর্মী সম্মেলন
ইনজুরিতে মাঠের বাইরে লেভানদোভস্কি
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক আর আই এম আমিনুর রশিদের মৃত্যু : উপাচার্যের শোক
প্রাইজমানিতে রেকর্ড গড়তে যাচ্ছে ইউএস ওপেন
গণঅভ্যুত্থান পরবর্তী সম্প্রীতি ধরে রেখেছেন সুনামগঞ্জবাসী
ফেসবুকে ইলিশ বিক্রির প্রতারণায় গ্রেফতার ২
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে তৃণমূলের মতবিনিময়
১০