কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদক জব্দ, কারবারি আটক

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৮:২৩

কুড়িগ্রাম, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : কুড়িগ্রামে পৃথক অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকাসহ এক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। 

আজ শুক্রবার ভোরে সদর ও রাজারহাট উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় আরেক মাদককারবারি যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্ত ২২ বীরের টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সদর উপজেলার কাঁঠালবাড়ীতে অভিযান পরিচালনা করেন। 

গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযানে ১শ ২৭ পিস ট্যাপেন্টাডল গ্রুপের টাপাল নামক ট্যাবলেট, গাঁজা, মাদক বিক্রির নগদ ৬১ হাজার ৩শ ৪০ টাকা এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদককারবারি রবিউল ইসলাম পালিয়ে যায়।

এদিকে দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর একই টহল দল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে কুড়িগ্রামের রাজারহাটের মাদাই পাঠান পাড়া এলাকায় অভিযান চালান। অভিযানে ওই এলাকা থেকে টাপা ট্যাবলেট ৫১ পিস ও একটি মোবাইলসহ মাদককারবারি মো. মোস্তফাকে (১৯) আটক করে।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহরিয়ার আহাদ জানান, পলাতক মাদককারবারিকে অটক করতে যৌথ অভিযান চলমান আছে। আগামীতেও সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ার স্কুলের ধ্বংসস্তুপের নিচে আর কেউ বেঁচে নেই
বরিশালে দশমী বিহিত পূজা অনুষ্ঠিত
ইসরাইলি বাধা সত্ত্বেও গাজায় ত্রাণবহরের চাপ অব্যাহত
বগুড়ায় নিহত রাহুলের পরিবারের পাশে তারেক রহমান
ফেনীতে বাসচাপায় তিনজন নিহত
দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে নিরাপত্তা জোরদার কোস্টগার্ডের
পিরোজপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ
ইউক্রেনে রুশ ড্রোন হামলায় একই পরিবারের সবাই নিহত
রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
কুলিয়ারচরে ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে তরুণ নিখোঁজ
১০