পিরোজপুর, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পিরোজপুরে তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে আজ এক মতবিনিময় সভা করেছেন।
বেলা ১১টায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পিরোজপুর শিল্পকলা একাডেমীর শহীদুল আলম নীরু মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ও নাসির আহম্মেদ মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ এবং শিল্প বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রাজীব আহসান বলেন, ‘আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে আমরা দেশের প্রতিটি জেলায় যাচ্ছি। প্রত্যেক নেতাকর্মীকে সুসংগঠিত থেকে দলকে শক্তিশালী করতে হবে এবং আগামীর দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে।’