সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:১৪
ছবি : বাসস

সাতক্ষীরা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, গাজীপুর, বৈকারী, কুশখালী, সুলতানপুর ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পদ্মশাখরা বিওপির অভিযানে মন্দির মোড় থেকে ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির অভিযানে বোস্তানের ঘের থেকে ওষুধ, বৈকারী বিওপির অভিযানে ছয়ঘরিয়া থেকে শাড়ি এবং কুশখালী বিওপির অভিযানে শ্মশান ঘাট থেকে ওষুধ জব্দ করা হয়।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির অভিযানে চৌরঙ্গী থেকে ২১ বোতল ভারতীয় মদ, সুলতানপুর বিওপির অভিযানে গেড়াখালী ও ভাদিয়ালী থেকে ভারতীয় বাইসাইকেলের যন্ত্রাংশ, কাকডাঙ্গা বিওপির অভিযানে ছবেদার মোড় ও ভাদিয়ালী থেকে আগরবাতি এবং চান্দুড়িয়া বিওপির আভিযানে কাঁদপুর থেকে শাড়ি জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৮ লাখ ৪৯ হাজার ১১০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।  

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চোরাকারবারীরা উক্ত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা রাখা হয়েছে। মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
অক্টোবর মাসে ডিএমপির সেরা হলেন যারা
বাংলাদেশে প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ 
১০