সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:১৪
ছবি : বাসস

সাতক্ষীরা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, গাজীপুর, বৈকারী, কুশখালী, সুলতানপুর ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পদ্মশাখরা বিওপির অভিযানে মন্দির মোড় থেকে ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির অভিযানে বোস্তানের ঘের থেকে ওষুধ, বৈকারী বিওপির অভিযানে ছয়ঘরিয়া থেকে শাড়ি এবং কুশখালী বিওপির অভিযানে শ্মশান ঘাট থেকে ওষুধ জব্দ করা হয়।

এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির অভিযানে চৌরঙ্গী থেকে ২১ বোতল ভারতীয় মদ, সুলতানপুর বিওপির অভিযানে গেড়াখালী ও ভাদিয়ালী থেকে ভারতীয় বাইসাইকেলের যন্ত্রাংশ, কাকডাঙ্গা বিওপির অভিযানে ছবেদার মোড় ও ভাদিয়ালী থেকে আগরবাতি এবং চান্দুড়িয়া বিওপির আভিযানে কাঁদপুর থেকে শাড়ি জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৮ লাখ ৪৯ হাজার ১১০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।  

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চোরাকারবারীরা উক্ত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা রাখা হয়েছে। মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিন ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ
ইঞ্জিনিয়ারিং কলেজের চলমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান শিবিরের
চাঁদপুরে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের আমেজ
আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মধ্যমপন্থিতাই বিএনপির গ্রহণযোগ্যতা : ড. মঈন খান
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্পদ ও লিজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বৈশ্বিক মানদণ্ড চালু
সাতক্ষীরায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ 
মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের মতবিনিময়
খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা
১০