চট্টগ্রামে ১৮ মামলার আসামি মাদক সম্রাট সোবাহান গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:২৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের মাদক জগতের বড় সম্র্রাট আব্দুস সোবাহান (৩৬) মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে একের পর এক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। সর্বশেষ আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূল হোতা হিসেবে তাকে গ্রেফতর করেছে পুলিশ। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার তক্তারপুল এলাকা থেকে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ। 

সোবাহান বাকলিয়া তক্তারপুল এলাকার নুরুল ইসলাম সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে। অধিকাংশই মাদক, অস্ত্র ও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। তার বিরুদ্ধে শাহেদ হত্যা মামলাও চলছে।

পুলিশ বলছে, সোবাহান দীর্ঘদিন চট্টগ্রামের মাদক চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। তক্তারপুল এলাকায় তার নামে ত্রাস ছিল। প্রতিপক্ষরা তার বিরুদ্ধে কিছু করতে পারেনি। এজন্যই সে একের পর এক ভয়ংকর হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন জানান, ‘সোবাহান তক্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে প্রতিপক্ষকে ঠান্ডা মাথায় হত্যা করত। মহিউদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।’

প্রসঙ্গত, মহিউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনা ২৫ জুলাই ঘটে। বিকেল ৫টার দিকে নগরীর পাঁচ নম্বর ব্রিজসংলগ্ন গাফফার কলোনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পরের দিন নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর প্রধান দুই আসামি মো. আসিবুল হক আসিফ ও মো. সুমন গ্রেফতর হয়। তারা আদালতে স্বীকার করে, হত্যার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোবাহান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০