চট্টগ্রামে ১৮ মামলার আসামি মাদক সম্রাট সোবাহান গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:২৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের মাদক জগতের বড় সম্র্রাট আব্দুস সোবাহান (৩৬) মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে একের পর এক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। সর্বশেষ আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূল হোতা হিসেবে তাকে গ্রেফতর করেছে পুলিশ। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার তক্তারপুল এলাকা থেকে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ। 

সোবাহান বাকলিয়া তক্তারপুল এলাকার নুরুল ইসলাম সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে। অধিকাংশই মাদক, অস্ত্র ও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। তার বিরুদ্ধে শাহেদ হত্যা মামলাও চলছে।

পুলিশ বলছে, সোবাহান দীর্ঘদিন চট্টগ্রামের মাদক চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। তক্তারপুল এলাকায় তার নামে ত্রাস ছিল। প্রতিপক্ষরা তার বিরুদ্ধে কিছু করতে পারেনি। এজন্যই সে একের পর এক ভয়ংকর হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন জানান, ‘সোবাহান তক্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে প্রতিপক্ষকে ঠান্ডা মাথায় হত্যা করত। মহিউদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।’

প্রসঙ্গত, মহিউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনা ২৫ জুলাই ঘটে। বিকেল ৫টার দিকে নগরীর পাঁচ নম্বর ব্রিজসংলগ্ন গাফফার কলোনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পরের দিন নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর প্রধান দুই আসামি মো. আসিবুল হক আসিফ ও মো. সুমন গ্রেফতর হয়। তারা আদালতে স্বীকার করে, হত্যার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোবাহান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিন ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ
ইঞ্জিনিয়ারিং কলেজের চলমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান শিবিরের
চাঁদপুরে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের আমেজ
আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মধ্যমপন্থিতাই বিএনপির গ্রহণযোগ্যতা : ড. মঈন খান
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্পদ ও লিজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বৈশ্বিক মানদণ্ড চালু
সাতক্ষীরায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ 
মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের মতবিনিময়
খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা
১০