বাগেরহাটে চুরির স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:৫৯
ছবি: বাসস

বাগেরহাট, ৯ আগস্ট ২০২৫ (বাসস): জেলার চিতলমারীতে জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া ৫০ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত ৩ আগস্ট রাতে চিতলমারী বাজারে তাপস কুমার মন্ডলের নিউ মন্ডল জুয়েলার্স থেকে সিন্ধুক কেটে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।  

গ্রেপ্তারকৃতরা হলেন, চিতলমারীর আড়ুয়াবর্নী গ্রামের মৃত মঞ্জুরুল খানের ছেলে এমদাদুল খান (৩৮), চর বানিয়ারী পশ্চিমপাড়া গ্রামের সন্তোষ কুমার বসুর ছেলে সজল বসু (৩৮) ও শিবপুর গ্রামের সুর্যকান্ত বসুর ছেলে শুভ্র বসু (২৪)। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে ওই ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকার উক্তি মোতাবেক এমদাদুল খানের বাড়ি থেকে  ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও সাইড গ্রেন্ডার মেশিন উদ্ধার করা হয়।

ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হবে।

পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বাসসকে জানান, চিতলমারী থানার ওসি শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই ৩ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০