বাগেরহাটে চুরির স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:৫৯
ছবি: বাসস

বাগেরহাট, ৯ আগস্ট ২০২৫ (বাসস): জেলার চিতলমারীতে জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া ৫০ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত ৩ আগস্ট রাতে চিতলমারী বাজারে তাপস কুমার মন্ডলের নিউ মন্ডল জুয়েলার্স থেকে সিন্ধুক কেটে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।  

গ্রেপ্তারকৃতরা হলেন, চিতলমারীর আড়ুয়াবর্নী গ্রামের মৃত মঞ্জুরুল খানের ছেলে এমদাদুল খান (৩৮), চর বানিয়ারী পশ্চিমপাড়া গ্রামের সন্তোষ কুমার বসুর ছেলে সজল বসু (৩৮) ও শিবপুর গ্রামের সুর্যকান্ত বসুর ছেলে শুভ্র বসু (২৪)। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে ওই ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকার উক্তি মোতাবেক এমদাদুল খানের বাড়ি থেকে  ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও সাইড গ্রেন্ডার মেশিন উদ্ধার করা হয়।

ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হবে।

পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বাসসকে জানান, চিতলমারী থানার ওসি শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই ৩ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড ছড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ
ডিসেম্বরে ভারত সফরে যাবেন পুতিন
জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ক্যারিবিয়া অভিমুখী যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের পানামা খালে প্রবেশ
ঠাকুরগাঁওয়ে সিলিকা ফ্যাক্টরিতে ডাকাতি, গ্রেপ্তার ৬ 
ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ‘ব্যাপক আক্রমণ’ অব্যাহত : গভর্নর
ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীদের দেয়া আগুনে ৩ জনের প্রাণহানি
রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা
তিন মাস পর ফের খুলছে সুন্দরবনের দুয়ার
নাটোরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
১০