বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী দুই ভাই নিহত

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৩:১৫

বগুড়া, ৯ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের দুই মামাসহ আরও একজন আহত হয়েছেন। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,জেলার  শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর দুই ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান , গতকাল রাত ১২টা ২০ মিনিটে বগুড়া শহর থেকে শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মারা যান আকাশ।

তিনি আরও বলেন, পরে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাশের ছোট ভাই আরিফ। 

আহত অবস্থায় তাদের দুই মামা হায়দার আলী ও আবদুল আজিজ এবং পলাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পে হেফাজতে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিবচরে ৩৭৫০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কদমতলীতে যুবক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
বাংলাদেশের উন্নয়ন ও মানবিক প্রচেষ্টায় জার্মানীর সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত 
খুলনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ে সেমিনার
জাতির ক্রান্তিকালে স্বেচ্ছাশ্রমের স্বীকৃতি পেলেন নাটোরের ৪৩২ স্কাউট
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রিজভীর
নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক
খুলনায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
রংপুরের মিঠাপুকুরে একনালা বন্দুক ও গুলি উদ্ধার
১০