বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী দুই ভাই নিহত

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৩:১৫

বগুড়া, ৯ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের দুই মামাসহ আরও একজন আহত হয়েছেন। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,জেলার  শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর দুই ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান , গতকাল রাত ১২টা ২০ মিনিটে বগুড়া শহর থেকে শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মারা যান আকাশ।

তিনি আরও বলেন, পরে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাশের ছোট ভাই আরিফ। 

আহত অবস্থায় তাদের দুই মামা হায়দার আলী ও আবদুল আজিজ এবং পলাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পে হেফাজতে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার
রাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের বিজয় তিলক প্রদান উৎসব
বগুড়ায় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত
রাশিয়ার ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে ইইউ’কে সতর্ক করলো ডেনমার্ক
এশিয়া-প্যাসিফিক ফোরাম জলবায়ুতে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা দিতে হবে : পরিবেশ উপদেষ্টা
মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি
টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
১০