আগামীকাল হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২০:২৫ আপডেট: : ১০ আগস্ট ২০২৫, ১০:১১
নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল ১০ আগস্ট হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশনে (ইসি)। আজ শনিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ১০ আগস্ট বাদ পড়া সাড়ে ৪৪ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের বাদ দেয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি ৩১ অগাস্টের মধ্যে চূড়ান্ত হবে।  

এর আগে গত ৪ আগস্ট ইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এছাড়া সংশোধনের পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেইজে অন্তর্ভূক্ত ১ জুনুয়ারি ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভূক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোন অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট। সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।’

এর আগে গত ২১ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, ভোটারের তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে : অন্তর্বর্তী সরকারের বিবৃতি
শাবিপ্রবিতে এমএসসি ইন ডেটা সায়েন্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২ হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ
চট্টগ্রামে জাপা নেতাদের গ্রেফতারের দাবিতে সিএমপি ঘেরাও
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবি ক্যারিয়ার ইনসাইটস সেমিনার অনুষ্ঠিত
মানবাধিকার শেখানো মানুষেরাই গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে
বাছাইপর্বে ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন আলেক্সান্দার-আর্নল্ড
বুয়েট ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নড়াইলের কালিয়ায় বিএনপি কার্যালয় উদ্বোধন 
শীর্ষ সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী তিয়ানজিনে পৌঁছেছেন
১০