এদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না: মনির হায়দার

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২০:৫৮
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার আজ শনিবার মেহেরপুরের গাংনী উপজেলায় মিনি স্টেডিয়ামে ‘জুলাই অভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ছবি: বাসস

মেহেরপুর, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেছেন, এদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কেউ কারও শত্রু নই, আমাদের একমাত্র শত্রু ফ্যাসিবাদ। জুলাই পরবর্তী বাংলাদেশে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দল থাকবে, শুধুমাত্র ফ্যাসিবাদী আওয়ামী লীগ থাকবে না। 

আজ শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলায় মিনি স্টেডিয়ামে ‘জুলাই অভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা হলো জুলাই অভ্যুত্থান। গত ৫৩ বছরে এমন ঘটনা দেশে তো নয়, পৃথিবীর আর কোথাও ঘটেনি। যেখানে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মন্ত্রী, সংসদ সদস্য এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাকিল আহমাদ। এছাড়া আরো বক্তব্য রাখেন- গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা ও টুর্নামেন্ট আয়োজক ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। 

পরে প্রধান অতিথি মনির হায়দার দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একটি প্রতীকী কিকের মাধ্যমে খেলার উদ্বোধন ঘোষণা করেন। খেলায় রামকৃষ্ণপুর ফুটবল একাদশ ১-০ গোলে রামনগর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন  করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০