এদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না: মনির হায়দার

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২০:৫৮
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার আজ শনিবার মেহেরপুরের গাংনী উপজেলায় মিনি স্টেডিয়ামে ‘জুলাই অভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ছবি: বাসস

মেহেরপুর, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেছেন, এদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কেউ কারও শত্রু নই, আমাদের একমাত্র শত্রু ফ্যাসিবাদ। জুলাই পরবর্তী বাংলাদেশে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দল থাকবে, শুধুমাত্র ফ্যাসিবাদী আওয়ামী লীগ থাকবে না। 

আজ শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলায় মিনি স্টেডিয়ামে ‘জুলাই অভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা হলো জুলাই অভ্যুত্থান। গত ৫৩ বছরে এমন ঘটনা দেশে তো নয়, পৃথিবীর আর কোথাও ঘটেনি। যেখানে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মন্ত্রী, সংসদ সদস্য এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাকিল আহমাদ। এছাড়া আরো বক্তব্য রাখেন- গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা ও টুর্নামেন্ট আয়োজক ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। 

পরে প্রধান অতিথি মনির হায়দার দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একটি প্রতীকী কিকের মাধ্যমে খেলার উদ্বোধন ঘোষণা করেন। খেলায় রামকৃষ্ণপুর ফুটবল একাদশ ১-০ গোলে রামনগর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন  করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ৫০ জনের মাঝে সনদ বিতরণ
বার্সেলোনা ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দিলেন ইনিগো মার্টিনেজ
অভিষেকেই নিজের উপস্থিতির জানান দিলেন সন
কম্বোডিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে থাই সৈন্য আহত
ইউক্রেন বিষয়ক পশ্চিমা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
কুমিল্লায় ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট জব্দ 
সিরাজগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 
মেহেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭১১ মামলা
খসড়া তালিকা প্রকাশ : দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ
১০