আয়কর আইনে ‘জিরো রিটার্ন’ দাখিলের কোনো বিধান নেই : এনবিআর

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:০৮ আপডেট: : ১০ আগস্ট ২০২৫, ১৭:৩২

ঢাকা, ১০ আগস্ট ২০২৫ (বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল নিয়ে ভ্রান্ত ধারণাপ্রসূত কিছু পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নজরে এসেছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে, রিটার্ন পূরণের সব ঘরে ‘শূন্য’ বসিয়ে রিটার্ন দাখিল করা সম্ভব।

রোববার এক প্রেস বিবৃতিতে এনবিআর জানিয়েছে যে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কিছু করদাতা  তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে অসত্য ঘোষণা দিচ্ছেন। তবে আয়কর আইন ২০২৩-এ ‘জিরো রিটার্ন’ নামে কোনো বিধান নেই।

আইন অনুসারে করদাতাকে অবশ্যই তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করতে হবে। কোনো তথ্য শূন্য দেখানো বা মিথ্যা ঘোষণা দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। আইনটির ধারা ৩১২ ও ৩১৩ অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

এনবিআর জানিয়েছে, করযোগ্য আয় না থাকলেও করদাতাকে সঠিক তথ্য প্রদান করতে হবে। শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই।

এনবিআর আশা করেছে, করদাতারা দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রকৃত তথ্য প্রদর্শন করে দেশের উন্নয়নে অবদান রাখবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারণামূলক ‘জিরো রিটার্ন’-এর ফাঁদে পা দেবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় অবৈধভাবে সার মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা 
১০০ টাকার নতুন নোট বাজারে আসছে ১২ আগস্ট
কক্সবাজারে ৯ বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিতের নির্দেশ হাইকোর্টের 
আইনজীবী হত্যা মামলায় বাহার-সূচনাসহ ৩৫ জনের নামে চার্জশিট দাখিল
পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষাখাতে ৫ শতাংশ করে ব্যয় করা হবে: আমীর খসরু
চট্টগ্রামে এসএসসিতে পাস আরো ৬৪, জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন
মালয়েশিয়ার কাছে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে সহযোগিতা চাইবে বাংলাদেশ: প্রেস সচিব
পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার
এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নে সিলেটে পাস ৩০ জন, জিপিএ ৫ বেড়েছে ২২
১০