আয়কর আইনে ‘জিরো রিটার্ন’ দাখিলের কোনো বিধান নেই : এনবিআর

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:০৮ আপডেট: : ১০ আগস্ট ২০২৫, ১৭:৩২

ঢাকা, ১০ আগস্ট ২০২৫ (বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল নিয়ে ভ্রান্ত ধারণাপ্রসূত কিছু পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নজরে এসেছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে, রিটার্ন পূরণের সব ঘরে ‘শূন্য’ বসিয়ে রিটার্ন দাখিল করা সম্ভব।

রোববার এক প্রেস বিবৃতিতে এনবিআর জানিয়েছে যে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কিছু করদাতা  তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে অসত্য ঘোষণা দিচ্ছেন। তবে আয়কর আইন ২০২৩-এ ‘জিরো রিটার্ন’ নামে কোনো বিধান নেই।

আইন অনুসারে করদাতাকে অবশ্যই তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করতে হবে। কোনো তথ্য শূন্য দেখানো বা মিথ্যা ঘোষণা দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। আইনটির ধারা ৩১২ ও ৩১৩ অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

এনবিআর জানিয়েছে, করযোগ্য আয় না থাকলেও করদাতাকে সঠিক তথ্য প্রদান করতে হবে। শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই।

এনবিআর আশা করেছে, করদাতারা দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রকৃত তথ্য প্রদর্শন করে দেশের উন্নয়নে অবদান রাখবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারণামূলক ‘জিরো রিটার্ন’-এর ফাঁদে পা দেবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০