ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর ও বরাদ্দসহ যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা পরিচালনার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় । এ বিষয়ে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে নির্দিষ্ট কার্যপরিধি অনুসরণপূর্বক নিরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের অ্যালোকেশন অব ফাংশনস-এর অনুচ্ছেদ ২ (ধ), (ন), (প) ও (ফ), নিরীক্ষা কর্মকর্তাদের চার্টার অফ ডিউটিজ এবং ২৩ এপ্রিল অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) সিদ্ধান্তের আলোকে জনস্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়।
নিরীক্ষা কার্যক্রমের কার্যপরিধিতে বলা হয়েছে—অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করে সে মোতাবেক কাজ সম্পাদন করবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। নিরীক্ষা টিম গঠনের পর সদস্যদের নাম, পদবি ও মোবাইল নম্বর মন্ত্রণালয়ে পাঠাতে হবে। নিরীক্ষার অগ্রগতি ও কার্যক্রম বিষয়ে রাজউককে অবহিত রাখতে হবে। নিরীক্ষা কার্যক্রম তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
নিরীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।