বড়পুকুরিয়ায় নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৮:০১
পুরোদমে নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু। ছবি : বাসস

দিনাজপুর, ১০ আগস্ট ২০২৫ (বাসস): দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।

খনির ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৯৪ লাখ টন।

আজ রোববার বিকেলে বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আবু তালেব ফারাজি এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রোববার দুপুর ১২টা থেকে কয়লা খনির নতুন ১৪০৬ নম্বর ফেজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। শনিবার সকাল থেকে ওই নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনে ট্রায়ালের কাজ শুরু করা হয়েছিল। আজ দুপুরে ভূগর্ভ থেকে আনুষ্ঠানিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। 

আবু তালেব ফারাজি জানান, গত ২৩ জুন কয়লা খনির ১৩০৫ নম্বর পুরোনো ফেজের মজুত কয়লা শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষন শেষে উত্তোলন পুনরায় শুরু করা হয়েছে। 

বড়পুকুরিয়া কয়লা খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী খান মো. জাফর সাদিক জানান, শুরুর দিকে প্রতিদিন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টন এবং পরবর্তীতে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন কয়লা উত্তোলনের পরিকল্পনা রয়েছে। উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় অবৈধভাবে সার মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা 
১০০ টাকার নতুন নোট বাজারে আসছে ১২ আগস্ট
কক্সবাজারে ৯ বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিতের নির্দেশ হাইকোর্টের 
আইনজীবী হত্যা মামলায় বাহার-সূচনাসহ ৩৫ জনের নামে চার্জশিট দাখিল
পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষাখাতে ৫ শতাংশ করে ব্যয় করা হবে: আমীর খসরু
চট্টগ্রামে এসএসসিতে পাস আরো ৬৪, জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন
মালয়েশিয়ার কাছে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে সহযোগিতা চাইবে বাংলাদেশ: প্রেস সচিব
পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার
এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নে সিলেটে পাস ৩০ জন, জিপিএ ৫ বেড়েছে ২২
১০