শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১১ কোটি ২৪ লাখ টাকার চেক প্রদান

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২০:১৭ আপডেট: : ১১ আগস্ট ২০২৫, ২১:২০
সোমবার উপদেষ্টার কাছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে চেক প্রদান করা হয়। ছবি: পিআইডি

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড তাদের বাৎসরিক লভ্যাংশের একটি অংশের ১১ কোটি ২৪ লাখ টাকার চেক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে প্রদান করেছে। 

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী, শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের বার্ষিক লভ্যাংশের ০.৫ শতাংশ হারে এই অর্থ আজ সোমবার উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেয়।  

এতে যমুনা অয়েল কোম্পানি ৮ কোটি ১৭ লাখ ৭৭ হাজার ১০০ টাকা, ইউনিলিভার বাংলাদেশ ৪৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার দেয় ২ কোটি ৬১ লাখ ৫০ হাজার ২৬ টাকার চেক। মোট ১১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ৩২৬ টাকার চেক হস্তান্তর করা হয়।  

উপদেষ্টা কোম্পানিগুলোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই অর্থ দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণে ব্যবহৃত হবে, বিশেষ করে দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবার, শিক্ষার্থীদের বৃত্তি এবং জরুরি চিকিৎসা সহায়তায়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মালয়েশিয়ার বিপক্ষে ফলাফল বাতিলের জন্য ফিফার কাছে নেপালের আবেদন
নগরায়ন ও বন উজাড়ে প্রজাপতি কমছে জাহাঙ্গীরনগরে
শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ
মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫
হাসিনা, রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে দুদকের ৩ মামলা: ডিএসসিসির ৯ কর্মকর্তার সাক্ষ্য
জাপানে নতুন জোট গঠনের জন্য বিরোধী দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় তাকাইচি
নওগাঁয় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত
ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প 
এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রাপ্য মার্কই পেয়েছে: শিক্ষা উপদেষ্টা
১০