হলফনামায় মিথ্যা তথ্যের প্রমাণ পেলে এমপি পদ চলে যাবে

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২২:২৭

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় যদি কোনো প্রার্থী মিথ্যা তথ্য দেয় তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরো সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে। মিথ্যা তথ্য যদি হয় তাহলে তদন্ত করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপি হলেও তার পদ চলে যেতে পারে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির নবম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব:) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয় তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরো সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে।

এই সম কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচন করছেন। সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত হবে। এরপর স্বাভাবিকভাবে ফৌজদারী মামলা অন্যভাবে হতে পারে। এমপি নির্বাচিত হলেও (৫ বছর মেয়াদে) এই সময়কালে যদি হলফনামায় কোন ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয় তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপি হলেও আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। তবে এই পাঁচ বছরের পরে তা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিনটি এলাকায় অভিযানে ২৩৭০ সংযোগ বিচ্ছিন্ন
মহাখালীতে হাসপাতাল নির্মাণ ও সংস্কারে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না : এম. আবদুল্লাহ
বিজিবি’র অভিযানে জুলাই মাসে ১৭৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
৪৮তম বিশেষ বিসিএসের ৪র্থ ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
শেখ হাসিনা ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন
হলফনামায় মিথ্যা তথ্যের প্রমাণ পেলে এমপি পদ চলে যাবে
হিটের গবেষণা প্রকল্প বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষাৎ
নিবন্ধন প্রত্যাশী ২২ দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করবে ইসি
‘ক্ষুদিরামের সাহসিকতা ও দেশপ্রেম থেকে তরুণদের শিক্ষা নেওয়া উচিত’
১০