বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল নিয়ে গণমাধ্যমের সঙ্গে পরামর্শ সভা 

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:৪৪ আপডেট: : ১৪ আগস্ট ২০২৫, ১২:২০
বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল নিয়ে গণমাধ্যমের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

বান্দরবান, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্যা ম্যা নু মারমা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং ইউএনডিপি জেলা ব্যবস্থাপক খুশীরায় ত্রিপুরা।

প্রকল্প কর্মকর্তা রামবাদু ত্রিপুরা জানান, বান্দরবানের সাতটি উপজেলায় ১৫০টি পাড়া জুড়ে ৫০টি জীববৈচিত্র্য সংরক্ষণ সাইটে প্রকল্প কার্যক্রম চলছে।

সভায় অতিথিরা জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ঝিরি ও ঝর্ণা সংরক্ষণ, জুম চাষে আগুন প্রতিরোধ, স্থানীয়দের সম্পৃক্তকরণ এবং দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু জীববৈচিত্র্য সংরক্ষণে অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান।

বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান বলেন, ঝিরি সংরক্ষণে উৎসের চারপাশে ব্যাপক বৃক্ষরোপণ জরুরি। অতিথিরা প্রস্তাব দেন, ছয় মাস পর পর নিয়মিত এ ধরনের সমন্বয় সভার আয়োজন করা উচিত।

প্রধান অতিথির প্রতিনিধি ম্যা ম্যা নু মারমা বলেন, তানজানিয়ায় জীববৈচিত্র্য সংরক্ষণের ধারণা আমাদের জন্য শিক্ষণীয়। সেখানকার বিভিন্ন গোত্র নির্দিষ্ট প্রাণীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে, ফলে তারা সেই প্রাণীকে হত্যা বা শিকার করে না। আমাদের দেশেও দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনায় স্থানীয় জনগণ, পর্যটক গাইড, রিসোর্ট ও গাড়ির মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবার সচেতন হওয়া জরুরি।

তিনি আরও বলেন, বোতল ও প্লাস্টিকজাত বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, ঝিরি বা ঝর্ণা সংরক্ষণের আগে জরিপ পরিচালনা এবং স্থানীয় যুবকদের অংশগ্রহণে ঝিরি সংরক্ষণ কমিটি গঠন করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সরকারের
কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার
কিশোরগঞ্জে নদী ও হাওরের হাঁস পালন: বদলে যাচ্ছে হাওরাঞ্চলের অনেক পরিবারের জীবনযাত্রা
পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আরপিও ২০ অনুচ্ছেদের বিধান পুর্নবহাল চায় ১২ দলীয় জোট
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, বুধবার শুনানী
আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে: সিইসি
১০