বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল নিয়ে গণমাধ্যমের সঙ্গে পরামর্শ সভা 

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:৪৪ আপডেট: : ১৪ আগস্ট ২০২৫, ১২:২০
বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল নিয়ে গণমাধ্যমের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

বান্দরবান, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্যা ম্যা নু মারমা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং ইউএনডিপি জেলা ব্যবস্থাপক খুশীরায় ত্রিপুরা।

প্রকল্প কর্মকর্তা রামবাদু ত্রিপুরা জানান, বান্দরবানের সাতটি উপজেলায় ১৫০টি পাড়া জুড়ে ৫০টি জীববৈচিত্র্য সংরক্ষণ সাইটে প্রকল্প কার্যক্রম চলছে।

সভায় অতিথিরা জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ঝিরি ও ঝর্ণা সংরক্ষণ, জুম চাষে আগুন প্রতিরোধ, স্থানীয়দের সম্পৃক্তকরণ এবং দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু জীববৈচিত্র্য সংরক্ষণে অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান।

বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান বলেন, ঝিরি সংরক্ষণে উৎসের চারপাশে ব্যাপক বৃক্ষরোপণ জরুরি। অতিথিরা প্রস্তাব দেন, ছয় মাস পর পর নিয়মিত এ ধরনের সমন্বয় সভার আয়োজন করা উচিত।

প্রধান অতিথির প্রতিনিধি ম্যা ম্যা নু মারমা বলেন, তানজানিয়ায় জীববৈচিত্র্য সংরক্ষণের ধারণা আমাদের জন্য শিক্ষণীয়। সেখানকার বিভিন্ন গোত্র নির্দিষ্ট প্রাণীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে, ফলে তারা সেই প্রাণীকে হত্যা বা শিকার করে না। আমাদের দেশেও দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনায় স্থানীয় জনগণ, পর্যটক গাইড, রিসোর্ট ও গাড়ির মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবার সচেতন হওয়া জরুরি।

তিনি আরও বলেন, বোতল ও প্লাস্টিকজাত বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, ঝিরি বা ঝর্ণা সংরক্ষণের আগে জরিপ পরিচালনা এবং স্থানীয় যুবকদের অংশগ্রহণে ঝিরি সংরক্ষণ কমিটি গঠন করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোটের জন্য শেষ চেষ্টা করছেন বলিভিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থীরা
পাবনায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
সীমান্ত লাউডস্পিকার অপসারণের কথা অস্বীকার করেছে উত্তর কোরিয়া
তৃতীয় পর্যায়ে ৯১টি এজেন্সিকে হজ কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি
চাঁদপুরে ইলিশের দাম কমেছে
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১৪৯ মামলা
মানিকগঞ্জে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
লন্ডনে জেলেনস্কির সঙ্গে স্টারমারের সাক্ষাৎ বৃহস্পতিবার
অভ্যুত্থান মামলায় বলসোনারোর খালাস দাবি
১০