রাঙ্গামাটিতে পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৫
ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলা শহরের বিভিন্ন পয়েন্টে রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে বিভিন্ন ধরনের ১ হাজার গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

রাঙ্গামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও  পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন খন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে আরও দৃষ্টি নন্দন করতে বৃক্ষরোপণসহ নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। সৌন্দর্য বর্ধনের মাধ্যমে রাঙ্গামাটিকে রাঙিয়ে তুলতে পৌরসভার পাশাপাশি অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় প্রতিবছর বর্ষা মৌসুমে আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সবাই যেন বৃক্ষরোপণ ও পরিচর্যা করে সেজন্য সচেতন করতে হবে।

এবার রাঙ্গামাটি পৌর এলাকার ১ হাজার ফলজ বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০