রাঙ্গামাটিতে পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি 

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৫
ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৪ আগস্ট ২০২৫ (বাসস): জেলা শহরের বিভিন্ন পয়েন্টে রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে বিভিন্ন ধরনের ১ হাজার গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

রাঙ্গামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও  পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন খন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে আরও দৃষ্টি নন্দন করতে বৃক্ষরোপণসহ নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। সৌন্দর্য বর্ধনের মাধ্যমে রাঙ্গামাটিকে রাঙিয়ে তুলতে পৌরসভার পাশাপাশি অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় প্রতিবছর বর্ষা মৌসুমে আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সবাই যেন বৃক্ষরোপণ ও পরিচর্যা করে সেজন্য সচেতন করতে হবে।

এবার রাঙ্গামাটি পৌর এলাকার ১ হাজার ফলজ বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোটের জন্য শেষ চেষ্টা করছেন বলিভিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থীরা
পাবনায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
সীমান্ত লাউডস্পিকার অপসারণের কথা অস্বীকার করেছে উত্তর কোরিয়া
তৃতীয় পর্যায়ে ৯১টি এজেন্সিকে হজ কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি
চাঁদপুরে ইলিশের দাম কমেছে
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১৪৯ মামলা
মানিকগঞ্জে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
লন্ডনে জেলেনস্কির সঙ্গে স্টারমারের সাক্ষাৎ বৃহস্পতিবার
অভ্যুত্থান মামলায় বলসোনারোর খালাস দাবি
১০