ফেনী, ১৪ আগস্ট, ২০২৫ইং (বাসস) : জেলার সোনাগজী উপজেলার দারোগারহাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদরাসার শিক্ষার মানোন্নয়নে আজ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদরাসার নতুন ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদরাসা গভর্নিং বডির সভাপতি মোস্তফা খোকন।
সভাপতি বলেন, পড়ালেখার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপশি অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন। এখন থেকে প্রতিমাসে দাখিল ও আলিম শ্রেণির মূল্যায়ন পরীক্ষা নেয়া হবে। আশা করছি এর মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করতে পারবে। তিনি ফ্যান, শ্রেণিকক্ষসহ সকল সংকট শীঘ্রই সমাধানের আশ্বাস দেন।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা একরামুল হক। সহকারী মৌলভী আবদুল কাদেরের পরিচালনায় আরও বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রভাষক মাওলানা শেখ ফরিদ, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য মো. আরিফুর রহমান প্রমুখ।
শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন, সহকারী মৌলভী মাওলানা আবুল খায়ের।