মানিকগঞ্জ, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার আরিচা মাছ বাজারের কাছে একটি দোকান থেকে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এই অভিযান পরিচালনা করেন। পরে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
পাশাপাশি অবৈধ জাল রাখা ও বিক্রির অভিযোগে দোকানমালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও জাকির হোসেন বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।