নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৪:৩৮
বৃহস্পতিবার জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলার উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমের সাংবাদিকদের জন্য ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ছবি : বাসস

নাটোর, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমের সাংবাদিকদের জন্য ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ সকাল দশটা থেকে   জেলা প্রেসক্লাবের মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং  নাটোর প্রেসক্লাবে এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পারভীন সুলতানা রাব্বী সভা প্রধানের দায়িত্ব পালন করেন। জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খন্দকার এনামুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সাংবাদিকতার মৌলিক ধারণাসহ ফ্যাক্টচেকিং টুলস, ফ্যাক্টচেকিং ছবি ও ভিডিও যাচাই, রিপোর্টিং করণীয় ও বর্জনীয়, মোজো : ডিভাইস/টুলস সেটিংস, স্টোরিবোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা, শট নির্বাচন ও ব্যবহার, ইন্টারভিউ ফ্রেমিং, অডিও-ভিডিও শট নির্বাচন ও ভিডিও শুট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণে সেশন উপস্থাপনা করা হচ্ছে।

পিআইবি’র প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম জানান, এরআগে নাটোর প্রেসক্লাবে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের একই বিষয়ভিত্তিক তিন দিনের প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০