সুনামগঞ্জে সুরমা শিশু ফোরাম সমাবেশ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৫:১৫
সুনামগঞ্জে সুরমা শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জে সুরমা শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিশুশ্রম, বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে শিশুদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে আজ বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠান হয় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে। এতে ১৫০ জন শিশু অংশ নেয়। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.ওলি উল্লাহ, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি মো.বুরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.আলমগীর কবির। আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, অপূর্ব চিসিম, সঞ্জয় সিংহ,প্যাটিশিয়া রিছিল, সুরমা যুব ফোরামের সভাপতি আশাদ আলী, সাধারণ সম্পাদক রাত্রি দে প্রমুখ।

জাকি হোসেন ও রিয়াদের উপস্থাপনায় আলোচনা সভায় সুরমা শিশু ফোরামের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন। 

আলোচনা সভা শেষে গান ও নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে হবে। সমাজের সব অসঙ্গতি দূর করতে শিশু কিশোরদের এগিয়ে আসতে হবে। সুনাগরিক হতে হলে ভালো কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০