মাইলস্টোন ট্র্যাজেডি: আরেক দগ্ধ রোগীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৫:৩৫ আপডেট: : ১৪ আগস্ট ২০২৫, ১৬:৫৫

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও একজন রোগী আজ মারা গেছেন। মৃত্যুর আগে তিনি ২৫ দিন ধরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়েছেন।

মারা যাওয়া এই দগ্ধ রোগীর নাম মাহফুজা (৪৫)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে মারা যান বলে বাসসকে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন।

তিনি জানান, মাহফুজা লাইফ সাপোর্টে ছিলেন এবং তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ডা. শাওন আরও বলেন, ‘দুর্ঘটনায় দগ্ধ ২৩ জন রোগী বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন রোগীর অবস্থা এখনও আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে আছেন।’

এ পর্যন্ত ১৪ জন দগ্ধ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ১৮ জন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

মোট ১৯ জন দগ্ধ রোগী এই ইনস্টিটিউটে মারা গেছেন এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৫ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের কিছু সময় পরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। 

দুর্ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগমগঞ্জে মন্দির-মণ্ডপ পরিদর্শনে বরকত উল্লাহ বুলু
নারায়ণগঞ্জে পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
বরিশাল মহানগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা
তারাকান্দায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় বিএনপির
ট্রাম্পের গাজা পরিকল্পনার পক্ষে মুসলিম রাষ্ট্রগুলোর সমর্থন
বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ নাকচ প্রধান উপদেষ্টার
শ্রীমঙ্গল-কমলগঞ্জের ৬২টি পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
পুরনো ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
দেবিদ্বারের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় বিএনপির
রাজশাহীর মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা বার্তা-উপহার ছাত্রদলের
১০