মাইলস্টোন ট্র্যাজেডি: আরেক দগ্ধ রোগীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৫:৩৫ আপডেট: : ১৪ আগস্ট ২০২৫, ১৬:৫৫

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও একজন রোগী আজ মারা গেছেন। মৃত্যুর আগে তিনি ২৫ দিন ধরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়েছেন।

মারা যাওয়া এই দগ্ধ রোগীর নাম মাহফুজা (৪৫)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে মারা যান বলে বাসসকে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন।

তিনি জানান, মাহফুজা লাইফ সাপোর্টে ছিলেন এবং তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ডা. শাওন আরও বলেন, ‘দুর্ঘটনায় দগ্ধ ২৩ জন রোগী বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন রোগীর অবস্থা এখনও আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে আছেন।’

এ পর্যন্ত ১৪ জন দগ্ধ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ১৮ জন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

মোট ১৯ জন দগ্ধ রোগী এই ইনস্টিটিউটে মারা গেছেন এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৫ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের কিছু সময় পরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। 

দুর্ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সরকারের
কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার
কিশোরগঞ্জে নদী ও হাওরের হাঁস পালন: বদলে যাচ্ছে হাওরাঞ্চলের অনেক পরিবারের জীবনযাত্রা
পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আরপিও ২০ অনুচ্ছেদের বিধান পুর্নবহাল চায় ১২ দলীয় জোট
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, বুধবার শুনানী
আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে: সিইসি
১০