ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৫:৩৯
দুর্ঘটনা কবলিত বাস। ছবি : বাসস

ফরিদপুর, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে কানাইপুর নতুন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

তথ্য নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম, পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্সের ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই নারী ও দুইজন পুরুষ নিহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, তিনজন নিহত ও দুই বাসের কমপক্ষে ১৫ জনের মতো আহত হয়েছেন। হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এক জন নারী ও হাসপাতালে নেওয়ার পর দুই পুরুষ মারা গেছেন। প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সরকারের
কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার
কিশোরগঞ্জে নদী ও হাওরের হাঁস পালন: বদলে যাচ্ছে হাওরাঞ্চলের অনেক পরিবারের জীবনযাত্রা
পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আরপিও ২০ অনুচ্ছেদের বিধান পুর্নবহাল চায় ১২ দলীয় জোট
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, বুধবার শুনানী
আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে: সিইসি
১০