ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৫:৩৯
দুর্ঘটনা কবলিত বাস। ছবি : বাসস

ফরিদপুর, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে কানাইপুর নতুন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

তথ্য নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম, পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্সের ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই নারী ও দুইজন পুরুষ নিহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, তিনজন নিহত ও দুই বাসের কমপক্ষে ১৫ জনের মতো আহত হয়েছেন। হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এক জন নারী ও হাসপাতালে নেওয়ার পর দুই পুরুষ মারা গেছেন। প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে আয়নাঘরে থাকতে হতো : আব্দুল হান্নান মাসউদ
প্রতিবন্ধিত্ব জয় করে সফল দিনাজপুরের রাজিউল
কুড়িগ্রামে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত
নওগাঁয় মার্সেলো তরমুজ চাষে সফল চাষিরা
বাগেরহাট জেলা বিএনপি’র খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন   
আমার শহরে জুলাই অভ্যুত্থান / রাজশাহীতে ৫ আগস্ট পরবর্তী ট্রাফিক নিয়ন্ত্রণ করতেন শিক্ষার্থীরা
মাদারীপুরে ৫ দোকান আগুনে পুড়ে ছাই
জয়পুরহাটে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনে দোয়া মাহফিল
নাটোরের নারদ নদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু 
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ বৈঠকের আগে তেলের দাম বৃদ্ধি
১০