লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৫:৪৮

লক্ষ্মীপুর, ১৪ আগস্ট, ২০২৫(বাসস) : জেলার রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ  গনি খাঁ(৫০) নামে আরো এক জেলের  মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন তিনজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক রয়েছে আরো একজন। 

আজ সকালে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গনি খাঁ মারা যান। 
মৃত গনি খাঁ লক্ষ্মীপুরের বাসিন্দা। সে পেশায় জেলে ছিল।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন। তিনি বলেন, গনি খাঁ গত ৮দিন ধরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এছাড়া  আবুল খায়ের নামে অন্য আরো একজনের  অবস্থায়ও আশঙ্কাজনক। 

গত বৃহস্পতিবার সকালে রামগতির মৎস্য অবতরন কেন্দ্রের পাশে নদীতে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়। এতে নৌকায় থাকায় ৬ জেলে অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পরে অবস্থার অবনতি হওয়ায় চারজনকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  ভর্তি করা হয়।  এদের মধ্যে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেন  এবং মঙ্গলবার সকালে  ফারুখ  হোসেন মারা যান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০