রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২৩:০৬
ছবি : বাসস

রাজশাহী, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাজশাহী মহানগরীতে দোয়া মহফিল ও খাবার বিতরণ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ শুক্রবার দুপুরে নগরীর মালোপাড়া হাফেজিয়া মাদরাসার ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ করে তারা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সভাপতি মো. আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা, ঈসমাইল আলী রাহী, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক, যুগ্ম-সম্পাদক মো. সাদিউল ইসলাম সজিব, মহানগর যুবদলের সদস্য বনি সরদার, মো. মাসুদুল হক মৃধা মমিন, হাফিজুর রহমান আপেল, মজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, বসির উদ্দিন সনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাইদ আলী, শিপলু, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. সৈকত পারভেজ, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রাতুল, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল ক্বালাম আজাদ তপন, বোয়ালিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহম্মেদ রায়হানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।  দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
১০